Header Ads

Adobe Photoshop CC 2017 With Crack File Download & Install

আসসালামু আলাইকুম।


আশা করি Heading দেখেই বুঝেছেন যে, আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো। তো শুরু করা যাক।

প্রথমে Adobe Photoshop CC 2017 ডাউনলোড করতে হবে। তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।
 

দ্বিতীয় কাজ হলো ডাউনলোড হওয়ার পর Install করুন। 

ডাউনলোড হওয়ার পর দুইটা ফাইল পাবেন। উপরের ছবির বাম পাশে দেখেন। তারপর দুইটা ফাইল থেকে যে ফাইলে চিহ্ন দেওয়া  আছে তা Open করুন। তারপর আপনি চারটা ফাইল পাবেন। তো যে ফাইলে চিহ্ন দেওয়া আছে তাতে Double click করলেই Install শুরু হবে।

তৃতীয় কাজ হলো Install শেষ হওয়ার পর Photoshop চালু হয়ে যাবে তা বন্ধ করে দিন। এরপর প্রথমে যে দুইটা ফাইল ছিলো তা থেকে Adobe CC Crack ফাইলটা Open করেন, তাহলে আরো তিনটা ফাইল পাবেন। নিচের ছবির মত.

তারপর দ্বিতীয় চিহ্নকৃত ফাইলটা Copy করেন। তারপর এই কপিকৃত ফাইলটা Past করার জন্য আপনার পিসির C ড্রাইভে যেতে হবে তারপর ওখানে Program Files নামে একটা ফাইল পাবেন, তা Open করেন। Open করার পর Adobe নামে আরেকটা ফাইল পাবেন। Adobe ফাইলটা Open করেন দেখবেন ওখানে  Adobe Photoshop CC 2017 নামে আরেকটা ফাইল আছে , ঐ ফাইলের মধ্যে Past করেন দিন।

ব্যাস কাজ শেষ এবার কোন প্রকার ঝামেলা ছাড়াই ছবি এডিট করেন। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো আমি ফেসবুকে আছিই। কোন সমস্যা নেই ।

No comments

Powered by Blogger.